বিশ্ব বিখ্যাত মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী (র:) বেঁচে নেই কিন্তু ক্রসেডের যুদ্ধ এখনো বর্তমান। কি শুনে অবাক হচ্ছেন? তাই না , নিউজিল্যান্ডের ঘটনাটা একটু স্মরণ করিয়ে দেই। এটা কি সন্ত্রাসী কর্মকাণ্ড নয়? খ্রিস্টান সভ্যতা মুখে মুখে যতই সম্প্রীতি আর ভালোবাসার কথা বলুক তাদের ভিতরটা মুসলমানদের প্রতি কতটা হিংস্র হতে নিউজিল্যান্ডের ঘটনাটি তাই প্রমাণ করে। মুসলমানরা কোন কিছু করলেই তাকে তারা সন্ত্রাসী তকমা দিয়ে দেয় নির্দ্বিধায় কিন্তু একজন মানসিক বিকারগ্রস্ত ঠান্ডা মাথার খুনি প্রায় ৫০ জন মানুষকে হত্যা করে সমসংখ্যক মানুষকে মারাত্নকভাবে আহত করার পরও তার গায়ে সন্ত্রাসীর লেবেল লাগানো হয় না। এখনো যদি মুসলিম বিশ্ব ঘুমিয়ে থাকে তো মুসলিমদের জন্য মহা ধ্বংস ছাড়া আর কিছুই বাকি নেই। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের পাশাপাশি তারা সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং প্রতিনিয়ত হয়েই যাচ্ছে। অন্যদিকে আমরা মানসিক, অর্থনৈতিক এবং সামরিকভাবে পঙ্গু হয়ে গেছি, এখন অপেক্ষা কফিনে শেষ পেরেক ঠোকার।