আজ থেকে আট শ বছর আগে পৃথিবীর বুকে কিয়ামতের আগেই নেমেছিল আরেক কিয়ামত। সভ্য জগৎ থেকে অনেক দূরের মঙ্গোলিয়ান স্তেপ থেকে বর্বর এক বাহিনী নিয়ে বের হয়ে এসেছিলেন ইতিহাসের ভয়ংকরতম খুনি চেঙ্গিজ খান। মাত্র কুড়ি বছরের ব্যবধানে পালটে গেল পৃথিবীর ক্ষমতা কাঠামো । মোঙ্গলদের তলোয়ারের নিচে পড়ে খড়কুটোর মতো উড়ে গেল সাইবেরিয়া, চীন, মধ্য এশিয়া, খোরাসান, আফগানিস্তান আর ইরানের চার কোটি মানুষ। একসাথে এত লাশ পৃথিবী আর কখনো দেখেনি! চেঙ্গিজ খানের মৃত্যুর পরও মোঙ্গল ঝড় থামেনি। এই ঝড় অপ্রতিরোধ্যভাবে আছড়ে পড়ল রাশিয়া, ইউক্রেন আর হাঙ্গেরিতে। সর্বগ্রাসী এই বর্বর বাহিনী পঙ্গপালের এতিহাসিক বাগদাদে। নেতৃত্ব আর এঁক্যের অভাবে বিনা প্রতিদ্বন্দিতায় বিলীন হলো পাঁচশো বছরে গড়ে ওঠা ইসলামি সভ্যতা। তৎকালীন বিশ্ব সভ্যতার কেন্দ্র আর শিক্ষা ও শিল্পের আভিজাত্যের প্রতীক বাগদাদ শহরের পতনের সঙ্গে শেষ হয়ে গেল আব্বাসীয় খিলাফত।
বাগদাদের পতনের পর যখন সব আশাই শেষ, তখন বর্বর মোঙ্গলরা ফিলিস্তিনে এসে তীব্র প্রতিদ্বন্দিতার মুখোমুখি হলো মিশরীয় এক শক্তিশালী প্রতিপক্ষের। ইতিহাসে যারা বাহরিয়্যা মামলুক নামে পরিচিত। বাইরে থেকে মামলুক আর ভেতর থেকে বন্দিনী মুসলিম নারীরা বদলে দিতে লাগলেন পৃথিবীর ক্ষমতা কাঠামো। একশো বছরের মধ্যে মোঙ্গলদের বিরাট একটা অংশ ইসলাম গ্রহণ করল। এদিকে তুরস্কের আনাতোলিয়ায় কায়ী গোত্রের তুর্কি বীর আরতুরুলের সন্তান উসমানের নেতৃতে উত্থান হলো এক নতুন শক্তির। পৃথিবীর ইতিহাসে গ্রেট অটোম্যান সাম্রাজ্য বা উসমানিয়া সাম্রাজ্য হিসেবে পরিচিত। উসমানের নেতৃতে কঠোর পরিশ্রম, ইমানি চেতনা, অসাধারণ বীরত্ম ও বুদ্ধিমত্তায় এরা ধীরে ধীরে গড়ে তুলেছিল এক শক্তিশালী, সুশৃঙ্খল সাম্রাজ্য। এসকল সোনালী ঐতিহ্যের বর্ণিল উপস্থাপন হচ্ছে এই এই ‘সানজাক-ই-উসমান’।
Book |
সানজাক-ই উসমান |
Author |
প্রিন্স মুহাম্মাদ সজল |
Publisher |
গার্ডিয়ান পাবলিকেশনস |
ISBN |
9789848254097 |
Edition |
4th Edition, 2018 |
Number of Pages |
432 |
Country |
বাংলাদেশ |
Language |
বাংলা |