পৃথিবীতে যত গ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো পবিত্র কুরআনুল কারীম। সংগত কারণেই এর তাফসীর করা পৃথিবীর কঠিনতম কাজের একটি। যারা সত্যিকারের মানসম্পন্ন মুফাসসিরে কোরআন তাদেরও কলম ও কেঁপে যায় মারেফুল কুরআন রচনা করতে গিয়ে। অথচ বাজারে এখন শত শত তাফসীরে বইয়ের ছড়াছড়ি। অযোগ্য, অদক্ষ লেখক তো আছেনই তার সাথে যোগ হয়েছে দরবারী আলেম যারা ইহুদী-খ্রিস্টানদের পৃষ্ঠপোষকতায় কুরআনের ভুল তাফসীর লিখছে। পুরো জাতিকে বিভ্রান্ত করছে।
সুতরাং এক্ষেত্রে সাবধানতাই সর্বোত্তম পন্থা। সঠিক এবং হক্কানী আলেমদের লিখিত কিতাব ই শুধুমাত্র পড়া যাবে।
আমরা মুসলমান হয়েও কালামে পাক পড়ি কিন্তু অর্থ বুঝি না!!!
এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? একটা সময় ছিল যখন আরবীতেই খালি পবিত্র কালামে পাক ছাপা হতো। জমানার সাথে সাথে অনেক কিছু পাল্টেছে। এখন পবিত্র কোরআনের সহজ সরল অনুবাদ সহ পাওয়া যাচ্ছে।
আপামর জনসাধারণের জন্য এটি একটি গরু কাটা রহস্য বিশাল ফায়েদা। যারা কুরআন বুঝে পড়তে শিখেছে এবং আমল করতে পেরেছে তার জন্য আল্লাহ পাক প্রাপ্তি সহজ এবং তার আখেরাত হবে সুন্দর।
তবে আর দেরি কেন? কিতাবটি পড়তে মনস্থির করে ফেলি।
পবিত্র কালামে পাক বুঝে পরবেন নাকি না বুঝে সারাজীবন তোতা পাখির মত আউড়ে যাবেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে ।
কালামে পাক চর্চা না করলে এবং তদানুযায়ী আমল না থাকলে বেহেশতে যাওয়ার আশা দুরাশা মাত্র। সময় থাকতে নিতে হবে প্রস্তুতি।
তাই আসুন কিতাবটি অধ্যয়ন করি , জানি কালামে পাকের মর্মার্থ , গড়ি নিজের জীবন।