আসমানী কিতাব আল-কুরআন একটি জিন্দা মুজিযা। অর্থাৎ কুরআন নিজেই একটি মুজিযা স্বরূপ।
কেন বলতে পারবেন?
দাঁড়ান বলছি, চিন্তা করে বলুনতো পৃথিবীর কোন কিতাব আছে যার এত কোটিবার পঠিত হয়? নিশ্চিতভাবে বলা যায়, কালামে পাকের মত আর কোন কিতাব নেই যা এতো অসংখ্যবার পড়া হয়। আরেকটু চিন্তা করে চলুন বলুনতো, কোরআনের গাণিতিক জালের ব্যাপারগুলো কি আপনি জানেন?
কোরআনের গাণিতিক স্ট্রাকচারগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়। কালামে পাকে ১৯ এর একটি অদ্ভুত প্রভাব আছে। তাছাড়াও কোরআনে সংখ্যাগত অনেক বিস্ময়কর বিষয় আছে যা আমরা জানিনা। এটিই পৃথিবীর একমাত্র গ্রন্থ যা কোটি কোটি হাফেজ দাড়ি কমাসুদ্ধ মুখস্থ করে তাদের সীনার ভিতরে রেখেছে।
পৃথিবীর অন্য কোন গ্রন্থ এভাবে মুখস্ত রাখতে পারার একটা ছোট নজীরও কেউ আজ পর্যন্ত দেখাতে পারবেনা। আল্লাহর বিশেষ রহমত ছাড়া আর কিছু নয়।
আরও বহু কিছু কালামে পাকের অলৌকিক গুনের কথা কিতাবটি পড়লে জানতে পারবেন। আসলেই মানুষকে হেদায়েতের জন্য একমাত্র কুরআন ই যথেষ্ট যদি আমরা আসলেই বুঝতাম।
Title | অলৌকিক কিতাব আল কুরআন |
Author | আহমেদ দিদাত |
Publisher | আহসান পাবলিকেশন |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |