'দুআ'। দুই অক্ষরের শব্দটির ক্ষমতা কতটা ব্যাপক ও বিস্তৃত, তা পরিমাপ করা সত্যিই কঠিন। মালিক-দাসের মধ্যে চাওয়া-পাওয়ার সেতু নির্মাণকারী দুআ আল্লাহ সুবহানাহু তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। পৃথিবীর একজন ক্ষুদ্র দাস আরশে আজিমের মালিকের কাছে মিনতি করছে, ভিক্ষা চাইছে আর মনিব উজার করে সব দিয়ে দিচ্ছেন, হেফাজত করছেন। এ যেন ওয়ান টু ওয়ান বোঝাপড়া। কী দারুণ একটা ব্যাপার! সুবহানআল্লাহ।
মাসুদ শরীফ ভাই একদিন কথাচ্ছলে ড. ইয়াসির কাদির লেখা ‘Dua: The Weapon of believers’ বইটির ব্যাপারে বলছিলেন। তখনও বুঝিনি, কী এক অসাধারণ কথামালার সংগ্রহশালায় প্রবেশ করতে যাচ্ছি। মূল ইংরেজি বইটা পড়ার পরে একটা ঘোরের মধ্যে পরেছিলাম। ব্যক্তিগতভাবে আমি দু’আর ব্যাপারে খুবই উদাসীন এক মানুষ। ঘুণাক্ষরেও উপলব্ধিতে আসেনি-_দু’আও একটি ইবাদত, প্রস্ততি নিয়ে, নির্দিষ্ট কিছু আদবকেতা মেনে, নিয়মসিদ্ধ উপায়ে দু’আ করার বোধ ছিল না। দু’আ কবুল না হওয়ার হতাশায় ভূগেছি।
এই গ্রন্থটি আমার দুআসংক্রান্ত জানাশোনায় ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে। ব্যক্তিজীবনে এখন দুআকে আমি বড়ো অস্ত্র হিসেবে ব্যবহার করছি এবং হাতেনাতে তার ফল পাচ্ছি, আলহামদুলিল্লাহ। সত্যিই দুআ বিশ্বাসীদের এক অমূল্য হাতিয়ার। এমন এক মূল্যবান বইয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুবাদক মাসুদ শরীফ ভাইকে অসংখ্য ধন্যবাদ। দুআ নিয়ে এটি কোনো প্রচলিত ধারার বই নয়। আমার দৃঢ় বিশ্বাস, পাঠকবৃন্দও এই বই পড়া শেষে সম্মানিত লেখক ও অনুবাদকের নাম ধরে দু’আ করবেন, ইনশাআল্লাহ।