• English
  • ৳ BDT

01407070266 Customer Support


                            স্পেন টু আমেরিকা

স্পেন টু আমেরিকা

মুসলিম সভ্যতার চরম ক্রান্তিকাল অতিক্রম করছে……।

স্পেন আমাদের হাতছাড়া হবার পর থেকেই আমরা ক্রমেই অধঃপাতে যাচ্ছি।

মুসলিম সভ্যতার খিলাফতের পতনের পর আমাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন বিধর্মীরা। এ শতাব্দীতে ভয়াবহ পৃথিবীর এমন কোন স্থান নেই যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছেনা। পৃথিবীর সবচেয়ে অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত জাতির নাম মুসলমান!!!

অথচ এই জাতি ১১০০ বছর সারা পৃথিবীর দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছিলো।

কি হয়েছে আমাদের?

কেন আমাদের অধঃপতন? এই কেন এর বিশদ উত্তর জানার উপায় বইটি…।

৳ 165.00 | ৳ 230.00 /
Save: 65 ৳

স্পেন টু আমেরিকা- বই এর বিবরনী

আন্দুলুসিয়া নামটির সাথে আপনারা কি পূর্বপরিচিত?

স্পেনের পূর্বের নাম ছিল এটি যখন তারা মুসলিম খেলাফতের নিয়ন্ত্রণে ছিল। কালের বিবর্তনে স্পেন সঅহ সমগ্র ইউরোপই আমাদের হাতছাড়া হয়ে যায়। একটা সময় পৃথিবীর মোটামুটি রাজধানী বলা যেত স্পেনকে। পরবর্তী কালে আমেরিকা মহাদেশ আবিষ্কার হওয়ার পরে স্পেনের তথা পশ্চিমা বিশ্বের এলিট সোসাইটির মানুষেরা ইউরোপ ছেড়ে আস্তে আস্তে সেখানে পাড়ি জমাতে থাকে এবং নারকীয় হত্যাকাণ্ডের পরে তারা সেই জায়গাটি দখল করে নেয় এবং এর নাম হয় পরে আমেরিকা।

সেই স্পেন থেকে শুরু করে আমেরিকা পৃথিবীর পরাশক্তি হওয়ার আগ পর্যন্ত ইতিহাস বড়ই নির্মম। রক্তভেজা আর করুন আর্তনাদের কলিজাছেড়া কাহিনী। মুসলমানরা এই সময়টাতেই হয়ে যাচ্ছে নির্যাতিত ও নিপীড়িত। অন্তহীন এই যাত্রার শেষ কোথায়?

মুসলমানকে খালি অত্যাচারিত হতে থাকতেই হবে নাকি?এই ইতিহাসের বইটি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণের যখন খিলাফত পতোন্মুখ ছিলো এবং খ্রিস্টীয় তান্ডবের কাছে যখন মুসলমান শাসকেরা অসহায় আত্ন সমর্পণ করছিলেন একে একে। সে সময় মুসলমানদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল ইতিহাসে তার একটি উদাহরণ পাওয়া যাবে কিনা সন্দেহ!!!

একে একে সমগ্র মুসলিম জনপদকে নির্মূল এর মাধ্যমে ইউরোপ আমেরিকা খ্রিস্টীয় আধিপত্য শিকড় গেড়ে বসে এবং সমগ্র মুসলিম যত স্থাপত্য তা গুড়িয়ে দেয়া হয়। আমাদের লাইব্রেরী সব লুটে নিয়ে তারা জ্ঞান বিজ্ঞানে ক্রমশ উন্নতি লিভ করতে থাকে আর আমরা হারিয়ে যাচ্ছিলাম অতল গহবরে।

বিয়োগান্ত এই কাহিনী যে কারো চোখের পানি আনতে বাধ্য। সেইসঙ্গে তৈরি হবে নতুন চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা সোনালী অতীত কে ফিরিয়ে আনার।

চলুন ইতিহাস কে জানার চেষ্টা করি আবার।

Title অনিবার্য মৃত্যুর ডাক
Author আবু লুবাবা শাহ মানসুর
Publisher কালান্তর প্রকাশনী
Number of Pages ১৯২
Country বাংলাদেশ
Language বাংলা
No Review

Your rating