• English
  • ৳ BDT

01407070266 Customer Support

উসমানি খেলাফতের স্বর্ণকণিকা

উসমানি খেলাফতের স্বর্ণকণিকা

ইসলামী খিলাফতের উজ্জলতম নাম উসমানীয় খিলাফত বা অটোমান সাম্রাজ্য। কত বড় ছিলো জানেন? প্রায় সাড়ে বায়ান্ন লক্ষ বর্গকিলোমিটার!!!

পৃথিবীর বর্তমান ৪২ টি দেশ এর অন্তর্ভুক্ত ছিলো। আজকের সুপার পাওয়ার আমেরিকা এবং এককালের সুপার পাওয়ার রাশিয়া ভয়ে তাদের নিয়মিত কর দিতো!

বিশ্বাস হয় না, তাই না?

কিন্তু এটিই বাস্তব সত্য, বেশী না মাত্র একশ বছর আগেও খিলাফত ছিলো। যখন উসমানীয় খিলাফত পূর্ণ শক্তিতে প্রতিষ্ঠিত ছিলো তখন আমরা ছিলাম ভয় ডরহীন সুপার পাওয়ার!

আসুন আজকে আপনাদের সেই সোনালী ইতিহাসের কিছু সত্যি কথা শুনাই…

৳ 159.00 | ৳ 220.00 /
Save: 61 ৳

উসমানি খেলাফতের স্বর্ণকণিকা- বই এর বিবরনী

উসমানি খেলাফত উম্মাহর জন্য ছিলো একটি ঢালস্বরূপ । তিন মহাদেশ জুড়ে প্রায় ৬২৪ বছর চলা এ খেলাফত বিলুপ্ত হয় ১৯২৪ সালে ইহুদী নাসারাদের হীন চক্রান্তের ফলে। খিলাফত হারিয়ে বিশ্ব মুসলিমরা হয়ে পড়ে দিক্বিদিকশুন্য।

এর পরও ইহুদি-খ্রিস্টানদের ষড়যন্ত্র থেমে থাকেনি। বরঞ্চ তারা দ্বিগুণ উৎসাহে তারা সমগ্র মুসলমানদেরই পৃথিবী থেকে বিলুপ্ত করার ঘৃণ্য হত্যাকাণ্ডে মেতে উঠেছে! আর তাদের ঐতিহাসিক, লেখক, গবেষকরা উঠে পড়ে লেগেছে জঘন্য মিথ্যাচার আর বুদ্ধিবৃত্তিক সন্ত্রাসে। তারা তাদের লেখনীতে উসমানি সুলতান ও খলিফাগণকে হাজির করেন কতগুলো রক্তখেকো মানুষ ও কতিপয় যুদ্ধংদেহী, বিলাসী, লম্পট শাসকরূপে। এখানে আশ্চর্যজনকভাবে অনুপস্থিত উসমানি খেলাফত ও খলিফাদের দ্বীনদারি, সততা, মানবতা, গুণ, চালচলন, সাম্রাজ্য পরিচালনা, সমরনীতি ইত্যাদি।

স্বভাবতই প্রশ্ন আসে, এই তথ্য সন্ত্রাসের কারন কি ? এর উত্তর পেতে নির্ভরযোগ্য মুসলিম ঐতিহাসিকদের বইপত্র ঘাটতে হবে।

উসমানি খেলাফতের গৌরবোজ্জ্বল ইতিহাসের ব্যাপারে আমাদের জানাশোনা খুবই অপ্রতুল। খেলাফত বিলুপ্তির পর এখনো একশো বছরও হয়নি। এছাড়াও ভারতবর্ষের ইতিহাস পড়লে জানা যায়, খেলাফতের স্বপক্ষে আন্দোলন ও প্রচারণা হয়েছে এ অঞ্চলে। তবুও আশ্চর্যের ব্যাপার, অল্প সময়ের মধ্যে গৌরবোজ্জ্বল ইতিহাসের অনেকটাই যেন মানুষের স্মৃতি থেকে হারিয়ে গেছে!

মনে রাখবেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে একই ভুলের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে আর আমরা অকুল পাথারে হাবুডুবু খেতেই থাকবো।

Title উসমানি খেলাফতের স্বর্ণকণিকা
Author আইনুল হক কাসিমী
Publisher কালান্তর প্রকাশনী (সিলেট)
ISBN 9789849047384
Edition 1st Publishded, 2017
Country বাংলাদেশ
Language বাংলা
No Review

Your rating