পবিত্র গ্রন্থ কালামে পাক আল্লাহ তা'আলা নাজিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য। আল্লাহ তায়ালা বলেছেন, “ আমি কোরআনে কোন কিছুই বাদ দেইনি”- অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন কালামে পাকে তা সঠিকভাবে বর্ণিত আছে।
একটা সময় ছিল যখন ইলম হাসিল করা অনেক কঠিন ছিলো। কিন্তু বর্তমান আধুনিক যুগের কারো যদি ইচ্ছা থাকে তার ইলম হাসিল করা অনেকটাই সহজতর। কিন্তু কুরআন থেকে জ্ঞানার্জন করতে আমাদের রাজ্যের অনীহা।
বেশিরভাগ মানুষ তো তিলাওয়াতই জানি না, বিশেষত যুবসমাজ। আর যারা তিলাওয়াত করি তারা বুঝে পড়তে খুব একটা আগ্রহ দেখাই না। কোরআন তেলাওয়াত সওয়াব হয় তা ১০০ ভাগ সত্যি। কিন্তু আমরা যদি কুরআন নিয়ে ফিকির অর্থাৎ চিন্তাভাবনা না করি তাহলে আমাদের উপায় টা কি হবে?
শুধু তিলাওয়াত করার জন্যই কোরআন পৃথিবীতে পাঠানো হয়নি। পাঠানো হয়েছে হিদায়াত লাভের জন্য। আর হেদায়েত পেতে গেলে চিন্তা-গবেষণা করতে হয়, মেহনত করতে হয্ পড়াশোনা করতে হয়। সে বিষয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। কিভাবে একটি জাতিকে মুক্তি লাভ করতে পারে যে জাতি তার দিক নির্দেশনা মেনে চলে না ! সে কিভাবে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে?
কোন গাড়ি সঠিকভাবে রাস্তায় চালাতে গেলে ম্যানুয়েল মেনে চলতে হবে। পবিত্র কুরআন হচ্ছে জীবনের ম্যানুয়েল, কিন্তু সেই ম্যানুয়াল কি আমরা সঠিকভাবে ফলো করছি? ফলো করা তো দূরে থাক, বুঝিইতো না……।
এভাবে কতদিন চলবে আমাদের?
Title | যিকিরে-ফিকিরে কুরআন |
Author | শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ |
Translator | আবদুল্লাহ আল মাসউদ |
Publisher | মাকতাবাতুল আসলাফ |
ISBN | 9789849406648 |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 52 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |