একদা নবীজি (সাঃ) মক্কাতে বিচারকার্য পরিচালনা করছিলেন। সেখানে তিনি সেই ইহুদী মহিলার হাত কাটার নির্দেশ দেন। তখন সাহাবীরা তাকে অনুরোধ করেন রায় আরেকবার বিবেচনা করার জন্য।
সেসময় তিনি বলেন যদি সেই জায়গায় ফাতেমা (রাঃ) থাকতো তাহলে তিনি একইভাবে হাত কাটার নির্দেশ দিতেন। এতেই বোঝা যায় ইনসাফ কায়েমের ব্যাপারে তিনি কতটা আপোষহীন ছিলেন। আমরা যারা বিচারের নামে প্রহসন করি তাদের জন্য এটি অতিশয় শিক্ষনীয় ঘটনা। আমাদের মনে রাখতে হবে এই বিচারকের পরও বিচারক আছেন যার কাছে আমাদের জবাবদিহি করতে হবে।
সুতরাং যারা আমরা বিচারকার্য পরিচালনা করি তারা সব সময় চেষ্টা করব ইসলামের কথা মাথায় রেখে বিচারকার্য পরিচালনা করতে। বইটি পড়লে আরো জানতে পারবেন হুজুর (সাঃ) এতো দয়ালু এবং কোমল হৃদয়ের অধিকারী হবার পরও বিচারের ব্যাপারে তথা ইনসাফ কায়েমের ব্যাপারে কতটা স্পর্শকাতর ছিলেন এবং উম্মত কে এই বিষয়ে কিভাবে তাগিদ দিয়েছিলেন।
Title | রাসূলুল্লাহ (সা) এর বিচারালয় |
Author | ইমাম আল কুরতুবি (রহ) |
Publisher | আহসান পাবলিকেশন |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |