জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। জমেছে কিছু গল্প, মানুষের জীবনের গল্প। মানুষের জানা-অজানা, আনন্দ-বেদনার গল্প। অক্লান্ত পরিশ্রমে কখনো মানুষ হাসতে ভুলে গেছে। আবার মৃদু আলোর পরশ পেয়ে সেই মানুষই প্রাণ খুলে হাসার চেষ্টা করেছে। কেউ কাদে পাওয়ার আনন্দে, আবার কেউ-বা কীদে হারানোর কষ্টে। প্রতিজন মানুষের জীবনে লুকিয়ে আছে অসংখ্য গল্প। সব গল্প হয়তো মোড়কে আবদ্ধ হয় না, তবে থেকে যায় হৃদয়ের মোড়কে আজীবন।
সেরকম কিছু গল্পই উঠে এসেছে এই বইয়ে। এই সমাজের প্রতিটি কোনে কোনে যে অসুস্থতা ভর করেছে, তারই বাস্তব চিত্র ও উত্তরণের উপায় নিয়ে চিত্রিত হয়েছে জীবনের ‘কয়েকটি গল্প’ বইয়ে।