হজ্ব আমাদের মুমিনদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি মুমিনের স্বপ্ন থাকে জীবনে অন্তত একবার হজ্ব এ যাওয়ার। এই ইবাদতটি সামর্থ্যবানদের জন্য বরাদ্দ।
কিন্তু হজ্ব এর একটি ব্যাপক প্টভুমি আছে। আমাদের দেশে মানুষের দেখা যায় বৃদ্ধকালে বেশি মানুষ হজ্ব এ যায়। অতি অপ্রীতিকর হলেও সত্য অনেকেরই হজ্বের পরে জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন আসেনি। দ্বীনদারীর ক্ষেত্রে তার আত্মার টান লক্ষ্য করা যায় না।
এর কারণ কি? হজের মূলতত্ত্ব নিয়ে ডঃ রাগিব সারজানির একটি অনবদ্য রচনা। উনার লেখার সাথে যারা পরিচিত তারা সবাই জানেন তিনি তার বক্তব্য টা খুব সুন্দর করে সব পাঠকের জন্য উপস্থাপন করতে পারেন।
এই বইটিতে তিনি হজ্ব এর স্বরূপ উন্মোচন করার চেষ্টা করেছেন। সেই সাথে আমাদের আত্মার রোগ সমুহের বিষয়েও আলোকপাত করেছেন।
'হজ—যে শিক্ষা সবার জন্য' বইটি পাঠকদের ভালো লাগবে বলে আশা করছি।
Title | হজ - যে শিক্ষা সবার জন্য |
Author | ড. রাগিব সারজানি |
Publisher | মাকতাবাতুল হাসান |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |