আমানত বিষয়ক একটি মাসলা হল, ব্যাক্তি “ক” যদি ব্যাক্তি “খ”-এর কাছে কিছু আমানত রাখে এবং ব্যাক্তি “খ” সেটাকে যথাযথ নিয়মে হিফাজত করে রাখার যথাসম্ভব চেষ্টায় থাকা সত্ত্বেও তার শক্তি বহিঃর্ভূত কোনো কারণে (যেমন: ডাকাতী, চুরি, ছিন্তাই, ভূমিকম্প, জলচ্ছাস, অগ্নীকান্ড ইত্যাদি কারণে) যদি সেটা নষ্ট/ধ্বংস হয়ে যায় কিংবা হারিয়ে যায়, তাহলে ব্যাক্তি “খ”-এর জন্য সেই জিনিসটির হবহু জিনিস বা ওর সমমূল্য -ব্যাক্তি “ক”কে ফেরত দেয়া ওয়াজিব নয় -এমনকি যদি ব্যাক্তি “ক” সেটার ক্ষতিপূরণ দাবী করুক না কেনো।
তবে ব্যাক্তি “খ” যদি আমানতটিকে হিফাজত করার মধ্যে ত্রুটি বা অবহেলা করার কারণে তা নষ্ট/ধ্বংস হয়ে যায় কিংবা হারিয়ে যায়, তাহলে ব্যাক্তি “খ”-এর জন্য সেই জিনিসটির হবহু জিনিস বা ওর সমমূল্য -ব্যাক্তি “ক”কে ফেরত দেয়া ওয়াজিব -যদি ব্যাক্তি “ক” সেটার ক্ষতিপূরণ দাবী করে। [আল-মাবসুত, সারাখসী- ১১/১৪৮; রাদ্দুল মুহতার, শামী- ৫/৬৭৮]
নমুনা উদাহরণ: মনে করুন, ব্যাক্তি “ক” ব্যাক্তি “খ”-এর কাছে একটি মোবাইল আমানত রাখলো -এই বলে যে, অমুক দিন সে তা ফেরত নিবে। ব্যাক্তি “খ” মোবাইলটিকে বাড়িতে নিয়ে গিয়ে আলমারিতে তালা-চাবি মেড়ে হিফাজতে রেখে দিলো। পরের দিন উঠে দেখলো কোনো চোর আলমারিটি খুলে অন্যান্য জিনিসের সাথে সাথে মোবাইলটিও নিয়ে গেছে।
এক্ষেত্রে মোবাইলটি যথাযথ নিয়মে হিফাজত করে রাখার যথাোধ্য চেষ্টা করা সত্ত্বেও ব্যাক্তি “খ” তার একটি ক্ষমতা/শক্তি বহিঃর্ভূত কারণে সেটাকে হিফাজত করতে অসমর্থ হওয়ায় এমতাবস্থায় তার জন্য ব্যাক্তি “ক”কে হুবহু আরেকটি মোবাইল বা তার সমমূল ক্ষতিপূরণ দেয়া ওয়াজিব না -এমনকি যদি ব্যাক্তি “ক” সেটার ক্ষতিপূরণ দাবী করুক না কেনো।
কিন্তু যদি এমন হয় যে, ব্যাক্তি “খ” মোবাইল’টিকে শার্ট বা পাঞ্জাবীর ভিতরের নিরাপদ পকেটে না রেখে বাহিরের পকেটে রেখে দিলো (যেখানে রাখা মোটেও নিরাপদ নয়) এবং ভিরের মাঝে চলার সময় মোবাইলটি চুরি হয়ে গেল। আমানত হিফাজত করার প্রশ্নে এটা ব্যাক্তি “খ” কর্তৃক সুস্পষ্ট ত্রুটি বা অবহেলা হওয়ার কারণে তার জন্য হুবহু একই রকম মোবাইল বা ওর সমমূল্য ক্ষতিপূরণ স্বরূপ ব্যাক্তি “ক”কে ফেরত দেয়া ওয়াজিব -যদি ব্যাক্তি “ক” সেটার ক্ষতিপূরণ দাবী করে।
Title | দলিল প্রমাণের আলোকে আধুনিক মাসআলার সমাধান - প্রথম খণ্ড |
Author | মুফতী আনিসুর রহমান |
Publisher | আল খিদমাহ প্রকাশনী |
ISBN | 9789849528333 |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 208 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |