একদিকে বিশাল এবং নির্দয় এবং অজেয় মঙ্গল বাহিনী, অন্যদিকে ইসলামের পাহারাদার সুলতান সাইফুদ্দীন কুতুজ (রঃ) এর ঈমানদীপ্ত সিপাহীগন, প্রস্তুত আইনে জালুত প্রান্তর… এখন কি ঘটবে মুসলিম জাতের ভাগ্যে?
পরাজিত হলে খিলাফতের নিশ্চিত সমাপ্তি এবং লক্ষ কোটি মানুষের নির্মম মৃত্যু। অন্যদিকে সুপ্রিশিক্ষিত, সর্বাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত পৃথিবীর অপরাজেয় তাতার বা মঙ্গল বাহিনি…।
ইতিহাস সাক্ষী, সেদিন আইনে জালুত প্রান্তরের সেই সরু গিরিখাতের প্রতিটি ধুলিকনা যুদ্ধের তীব্রতায় থর থর করে কেপেছিলো। সুলতান সাইফুদ্দীন কুতুজের তীব্র আক্রমণে মঙ্গল বাহিনীর কমান্ড লাইন এলোমেলো হয়ে যায়। তাঁর যুদ্ধকৌশল বুঝতে ব্যর্থ হয় হার না মানা দুর্বার মঙ্গল বাহিনী। নিহত হয় তাদের সেনাপতি, পরাজয় ঘটে পৃথিবীর দুরন্ত এক অপশক্তির…।
এই যুদ্ধ ছিলো ইসলামের অস্তিত্ব রক্ষার, এই যুদ্ধ ছিলো জালিমের বিরুদ্ধে প্রতিশোধের, এই যুদ্ধ ছিলো সুলতান সাইফুদ্দীন এবং তাঁর বাহিনীর অমরত্বের।
Title | সুলতান সাইফুদ্দিন কুতুজ দ্য ব্যাটালিয়ন |
Author | ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবী |
Publisher | কালান্তর প্রকাশনী |
Number of Pages | 288 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |