বিয়ে একটি সামাজিক প্রতিষ্ঠান এবং বাস্তবতা।দুর্ভাগ্যের বিষয় এই কাঠামো সময়ের সাথে সাথে আস্তে আস্তে কেন জানি ভেঙে পড়ছে একটু একটু করে। পশ্চিমা সভ্যতা অনেক আগেই বিয়ে নামক বিষয়টিকে ছুড়ে ফেলে দিয়েছে। ফলশ্রুতিতে তাদের এখান জন্মহার কমে গেছে, কোন দায়বদ্ধতা নেই- যেমন ইচ্ছা তেমন করো জীবনধারণে তারা অভ্যস্ত হয়ে গেছে। অনেকটা পশু সমাজের মতো।
আমাদের মুসলমান সমাজও এই কুপ্রথার ঢেউ লেগেছে। আজকালকার ছেলেমেয়েরা বিবাহপূর্ব সম্পর্কে জড়িয়ে পড়ছে, ফলে তারা বিয়ে নামক বন্ধনের প্রতি হয়ে পড়ছে বীতশ্রদ্ধ। বিয়ের আগে তাদের আকাশছোঁয়া যে চাহিদা থাকে বিয়ের পরে সঙ্গত কারণেই সেগুলো হোচট খায়।
ইসলাম কেন বিবাহ জায়েজ করেছে, বিবাহের বন্দোবস্ত করেছে- সে সম্পর্কে ধারণা না থাকার কারণেই এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে। অন্যদিকে ইসলামিক অনুশাসন এর পরিবর্তে সামাজিকতা বেশি প্রাধান্য দেওয়া মুরুব্বীরাও জিনিসটাকে জটিল করে ফেলেছেন। তাই এখন আর দুই যোগ দুই এ চার হচ্ছে না। অংকটা হয়ে গেছে অনেক জটিল।
সমাজ হয়ে পড়ছে দ্বিধাগ্রস্থ। পাত্র-পাত্রী নামসর্বস্ব বিয়ে নামক একটি অনুষ্ঠানের পরে ব্যাপক ঝগড়া-বিবাদ অশান্তি জালে জড়িয়ে বিবাহবিচ্ছেদের পথে পা বাড়াচ্ছে। অনেকে আরও এক পা এগিয়ে বিবাহকে অস্বীকার করেছে ।
এভাবে চলতে থাকলে সমাজ জীবন হয়ে পড়বে দুর্বিষহ । সমাধানকল্পে বইটি হতে পারে দারুন একটি সহায়ক।
Title | বিয়ে স্বপ্ন ও বাস্তবতা |
Author | আকরাম হোসাইন |
Publisher | পড় প্রকাশ |
ISBN | 9789843450685 |
Edition | 1st Published, 2018 |
Number of Pages | 128 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |