ফেতনাময় এই দুনিয়ায় সন্তানকে মানুষের মতো মানুষ করা সম্ভবত কঠিনতম কাজ। উঠতি বয়সের ছেলে মেয়ে সহজেই ভুল পথে ধাবিত হয়ে নানবিধ অপকর্মে জড়িয়ে পড়ে। সময়মত তাদেরকে রোখা না গেলে তার ভবিষ্যৎ তো নষ্ট হবেই, দেশ ও জাতির ভাগ্যাকাশে নামে আসবে ঘোর অমানিশার অন্ধকার। তাই সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তাদের ভিতরে ইসলামের প্রয়োজনীয়তা প্রবেশ করাতে হবে । তবেই তারা ভালো মন্দের পার্থক্য বুঝতে শিখবে।
মায়ের কোল থেকে পৃথিবী নামক গ্রহে পা ফেলে নবজাতক শিশু। গর্ভাবস্থা থেকে জন্ম, জন্মের দিনের শিহরণ জাগানো ঘটনাপ্রবাহ, জন্মের পরে আদর-স্নেহ-মমতায় বেড়ে ওঠা, হাঁটতে শেখা, কথা বলতে শেখা-এভাবেই শৈশবের গল্পগাঁথা তৈরি হয়। পৃথিবীর প্রত্যেকজন বনি আদমের জীবনের শুরুর ঘটনাপ্রবাহ আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেক শিশুর শুরুর গল্পটা আমরা ভবিষ্যতের তথ্য দুনিয়ার জন্য সংরক্ষণ করতে চাই। বড় হয়ে একজন শিশু যেন জানতে পারে, কীভাবে সে আজ এখানে এসে পৌঁছেছে। আমাদের এবারের আয়োজন ‘বেবিজ ডায়েরি’। মুজাহিদ শুভ’র সম্পাদনায় এই ডায়ের
শিশুরা নিষ্পাপ এবং তারা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের মন কাদামাটির মতো, তাদেরকে যেভাবে গড়বেন তারা সেইভাবে গড়ে উঠবে। অথচ আমরা সেই দুধের বাচ্চাদের কি শিখাচ্ছি?
আমরা তাদের হাতে হাবিজাবি কবিতা, গদ্যর বই ধরিয়ে দিয়েছি যা শিখে তারা না পাচ্ছে আখিরাতের দিশা না পাচ্ছে প্রকৃত দুনিয়াবী তথ্যনির্ভর শিক্ষা।
আমাদের এই অপরিণামদর্শিতার পরিনতি কিন্তু নির্মম, তাই সময় থাকতে আপনার সোনামনিকে ইসলামের আলোয় আলোকিত করে তুলুন।
ছড়ায় ছড়ায় যদি বাচ্চাদের ইসলাম শিখানো যায় তবে কেমন হয়? বাচ্চাদের কাছে যদি ধর্মকে কঠিন দুর্বোধ্য না করে সহজ করে তাদের ভাষায় শিখানো যায় তবে তা তাদের কাছে যেমনি আনন্দদায়ক হয় তেমনি তা তারা অনুসরণ করতেও আগ্রহ বোধ করবে। আর কে না জানে বাচ্চারা ছড়া দারুন পছন্দ করে। তাই ইসলামকে ছড়ায় ছড়ায় বাচ্চাদের কাছে উপস্থাপন করলে তা তাদের জন্য অধিকতর গ্রহনীয় হবে।
তাই ছোট্ট সোনামনিদের জন্য ইসলামকে করতে হবে আকর্ষণীয় এবং আনন্দময়। সেই লক্ষে এই কিতাবটি দারুন এক রচনা।
শিশুরা যদি সহজ সাবলীল গল্পের মাধ্যমে আল্লাহ, তাঁর রাসুল (সাঃ) এবং দ্বীন কে চিনতে শিখে তাহলে কেমন হয়?
শিশুরা স্বভাবতই গল্প শুনতে পছন্দ করে, তাই তাদেরকে যদি গল্পচ্ছলে কোরআন হাদিস শিখানো হয়, ইসলামের বিভিন্ন সুন্দর কাহিনী এবং সাহাবাদের জীবনী শুনানো যায় তবে তো পোয়াবারো!
আপনার সন্তানের অনাগত ভবিষ্যতকে যদি ইসলামের আলোয় উদ্ভাসিত করে তুলতে হয় তাহলে ইসলামের সাথে তাকে প্রারম্ভিক অবস্থাতেই হাতে খড়ি করিয়ে দিতে হবে।
আপনার প্রচেষ্টাকে আরো বেগবান করতেই এই বইটি।