আমাদের জীবনটা অনেকটা গদ বাঁধা হয়ে গেছে! রুটিন মাফিক চলছে সবকিছু…
সকালবেলা ঘুম থেকে উঠে চাকরি-বাকরির ধান্ধা করা, ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত হয়ে যাওয়া, রাতে বাড়িতে এসে খাওয়া, টিভি দেখা, অতঃপর ঘুম।
আসলে আমরা কি কাজে পৃথিবীতে এসেছি? খালি রিযিক অন্বেষণ আর নফসের চাহিদা মেটানোর জন্য নাকি ইবাদতের জন্য? একজন মুসলমানের জীবনের ২৪ ঘন্টাই ইবাদত। কিন্তু তা হতে হবে ইসলাম এর নিয়মমাফিক। তবেই কেবলাত্র সেটা ইবাদত হিসেবে গণ্য হবে।
আমরা কেন জানি মনে করে বসে আছি সবকিছু আমাদের প্ল্যানমাফিক চলছে এবং চলবে। আর মৃত্যুর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যাবে। ব্যাপারটি মোটেও তা নয়। মৃত্যুর পর অনন্ত জীবন শুরু হবে।
যে গৎবাঁধা জীবন আমি নাওয়া খাওয়ার মধ্য কাটিয়েছি আমার তার জন্য জবাবদিহি নিশ্চিতভাবেই করতে হবে। তাই সময় এসেছে নিজেকে শুধরে নেওয়ার। নতুবা পরে হায় হায় করে কোন কাজ হবে না।
অতএব সময়ের মূল্য বুঝে নিজেকে আখেরাতের জন্য গড়ে তুলতে হবে। নিজেকে রক্ষা করতে হবে ঝরে যাওয়ার আগেই।