মুসলমানদের উপর নতুন গজানো কিছু নাস্তিকদের আক্রমণের ধার দিনকে দিন প্রবল থেকে প্রবলতর হয়ে যাচ্ছে। ইহুদী-নাছারা তথা পশ্চিমা বিশ্বের চক্রান্ত তো আগে থেকেই ছিলো। এখন এদের সম্মিলিত আক্রমণে মুসলমানরা এখন কোণঠাসা। বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তারা তাদের পর্যদুস্ত। বিভিন্ন অপযুক্তির তোড়ে তাদের মাথা ঘুরে যাচ্ছে।
এ পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে হবে নচেৎ বুদ্ধিবৃত্তিক এই লড়াইয়ে আমরা হেরে গেলে ময়দান কিন্তু খালি থাকবে না। শয়তান পূজারীরা এসে জায়গা দখল করে নেবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপথে নিয়েই ছাড়বে। যুগপোযোগী এই কিতাবটিতে নাস্তিক-মুরতাদদের তোলা বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়েছে ।
সারাক্ষণ মার খাওয়া মুসলমানদের ধর্ম নয়। ইটের বদলে পাটকেল দেয়া উচিত। মুসলমান মাত্রই সবসময় নতমস্তকে থাকতে হবে ইসলাম আমাদের শিক্ষা দেয় না। যুক্তির জবার পালটা যুক্তি দিয়েই দিতে হবে। হাতের পরে হাত, মারের বদলে চলবে পাল্টা মার।
ইসলামকে যারা নরম-সরম ধর্ম মনে করেন এবং মনে করে থাকেন শুধুমাত্র সহজভাবে বিধর্মীদের মিনমিন করে নতমস্তকে জি হুজুর, জি হুজুর বলতে হবে তারা ইসলামকে আসলে থিকভাবে চিনেন নি।
নাস্তিক-মুরতাদ এবং বিধর্মী শত্রুদের এই ঝড় থামাতে আমাদের সচেতন পাঠক মহলে বইটি দারুন উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি।