পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম সুখ, যার ক্রেতা সবাই; কিন্তু কোন বিক্রেতা নেই। সুখ পরিস্থিতি থেকে উদ্ভূত হয় না, সুখ আমাদের ভেতর থেকে উৎসারিত হয়। সুখ হলাে শান্ত মনের ফসল।সুখ হচ্ছে একটি পছন্দ, ফলাফল নয়। সুখী হবার চাবিকাঠি হচ্ছে নিজেকে শর্তহীনভাবে ভালােবাসা। আর সুখের অন্মেষা হচ্ছে দুখের একটি বড় কারণ। মানুষের কাছে বেশি কামনা করা সুখের অন্তরায়। হাসিই হচ্ছে ভালােবাসার সূচনা।
হাসি হৃদয়ের দ্বার খুলে দেয়, আত্মাকে আরাম দেয়। হাসি থেকেই শান্তি সূচীত হয়। হাসি ব্যতীত একটি দিন, নষ্ট দিন। হাসি আনন্দকে আকর্ষণ করে, আশ্চর্যজনক আরােগ্য এনে দেয়। তুমি যখন হাসাে, পৃথিবীও তােমার জন্য হাসে। হাসি একটি চরম শক্তিশালী ঔষধ। জীবনের সব প্রশ্নের উত্তর তােমার দেওয়ার প্রয়ােজন নেই। তােমার সব উত্তর মানুষ আশাও করে না। জীবনে নীরবভাবে সমৃদ্ধ হও। নীরবতা আমাদের জীবনে বাতাসের মতই প্রয়ােজন। যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দও তত কম।
তেমনি যে মানুষ যত জ্ঞানী, তার কথাও তত কম। মনে রাখবে, জিহবা বড় নেতা, জিহবাই সম্রাট। আর নীরবতা হলাে আধ্যাত্বিক নিরাময়। তুমি যত বেশী নীরব হবে, তত বেশী শুনতে পাবে।“জীবন চালানোর মূল চালিকা শক্তি বা কমান্ড বাটনটি তোমার ভেতরে দেয়া আছে, তোমার বাইরে না। অন্য কারো কাছে তো প্রশ্নই আসেনা। সুতরাং তুমি তোমার জীবনকে কিভাবে চালাতে চাও তা একান্তই তোমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা এবং ইচ্ছা শক্তির উপর নির্ভরশীল।
তোমার আশেপাশের মানুষ তো নয়ই, এমনকি সৃষ্টিকর্তাও তোমার পরিবর্তন করেন না, যদি না তুমি চাও। হাজার বিপদে ও বাঁধাতেও যারা বলে যে আমি পারবো, আমাকে পারতেই হবে; এই মহাবিশ্ব তাদের ভালবাসায় মত্ত হয়ে যায়। আর তারা সফল হয়েই ছাড়ে।” অপার সম্ভাবনার এই বইটির প্রতিটি পাতা, প্রতিটি মিনিট যেন ব্যয় নয়; বরং সঞ্চয়, বিনিয়োগ এবং দুর্দন্ত আশাজাগানিয়া এক জীবনের প্রতিশ্রুতি।
Title | কসমিক লাইফ |
Author | মোঃ রাব্বি আহসান |
Publisher | আহসান পাবলিকেশন |
Edition | 1st Published, 2019 |
Number of Pages | 207 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |