আপনি কি শুধুমাত্র আরবি ব্যাকরণ কিংবা শব্দের অর্থ জেনেই কোরআন পড়ছেন এবং সহি পড়ছেন বলে মনে করছেন?
ভুল আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আবদ্ধ হয়েছেন। কুরআন জানতে গেলে এসব শব্দার্থ শিখার পরে তাফসীর দেখে এর সঠিক প্রয়োগ জেনে নিতে হবে। কালিমাতুল কুরআন কিতাব আপনার জন্য দারুণ সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।
তদুপরি মনে রাখতে হবে নতুন কেউ বইটি হাতে নিলে হিমশিম খাবেন। এই বই থেকে সবচেয়ে বেশি লাভবান হবে যারা ইতিমধ্যে আরবি ব্যাকরণ এবং শব্দতত্ত্বে প্রাথমিক পাঠ সম্পন্ন করেছেন। বিশেষভাবে শব্দতত্বের ব্যাপারে যাদের পড়াশুনার রয়েছে তাই তাদের জন্য মুখস্থ করার বিষয়টা অনেক সহজ হয়ে যাবে।
বইটি আশা করি ভালো লাগবে আপনাদের বিশেষত যারা আরবি শিক্ষায় মনোনিবেশ করেছেন।