"সহীহ বোখারী শরীফ (১ থেকে ১০ খণ্ড একত্রে)" বইটি সম্পর্কে কিছু কথা:
সহীহ বুখারী শরীফ, হযরত মুহাম্মদ (সাঃ) এর কথা এবং কাজের প্রতিফলন যা নবীজির সুন্নত নামেও পরিচিত। রাসূল (সাঃ) এর কথা এবং কাজের বর্ণনাগুলিকে বলা হয় আহাদেৎ, যা বুখারী শরীফ সব খন্ড আকারে এই অ্যাপে পাওয়া যাবে। ইমাম বুখারী হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর কয়েক শত বছর বেঁচে ছিলেন এবং তাঁর আহলেদী সংগ্রহের পরিপূর্ণ রূপ হিসেবে বুখারী শরীফ সম্পূর্ণ করেন। তাঁর সংগ্রহের হাদিস সমূহের প্রতিটি প্রতিবেদন কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণতার জন্য গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বুখারী শরীফ- সম্পূর্ণ খণ্ড মুসলিম বিশ্বের বৃহৎ সংখ্যক আলেম ওলামা দ্বারা স্বীকৃত।
বই | সহীহ বুখারী শরীফ (১ থেকে ১০ খণ্ড একত্রে) |
লেখক | আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমা‘ঈল আল বুখারী (রহঃ) |
প্রকাশনী | মীনা বুক হাউস |
অনুবাদক | হযরত মাওলানা শামছুল হক (রহঃ) , শায়খুল হাদীস মাওলানা আজিজুল হক , মাওলানা আবুল কালাম আজাদ |
সংস্করণ | ৮ম, ২০১৪ |
আইএসবিএন | 9848360395 |
কভার | হার্ডকভার |
মোট পৃষ্ঠা | ১১২০ |
ভাষা | বাংলা |