সভ্যতার সংঘাত, বিশ্বাসের লড়াই- এই লড়াই প্রাণঘাতী বিধ্বংসী, বুদ্ধিবৃত্তিক হয়তোবা এই সংঘাত চিরস্থায়ী। ইসলামিক সভ্যতার সাথে নওমুসলিমদের বিশ্বাসের লড়াই আজকের নয় ।
ক্রসেডের ইতিহাস দেখলে বোঝা যায় কত পাশবিকতার সাথে ইসলামের মশাল কে বিলীন করার চেষ্টা করা হয়েছে। অধুনা কালে এই দুষ্টচক্র সামরিক এবং বুদ্ধিবৃত্তিক চক্রান্তের মাধ্যমে ইসলামের নবজাগরণ কে চিরতরে পঙ্গু করে দেওয়ার পাঁয়তারা চলছে। আমরা নামে মুসলমান বটে, কিন্তু আমাদের বিশ্বাস চিন্তাভাবনা ধ্যান-ধারণা সবই পাশ্চাত্য ঢঙের। আমরা বাঙালি না পাশ্চাত্য সভ্যতার আমরা নিজেরাই তা জানি না। আসলে আমাদের এই বিশ্বাস একটা জগাখিচুড়ি টাইপের বিশ্বাস মাত্র যার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নাই।
লেখক অত্যন্ত বিচক্ষণতা ও সাবধানতার সাথে আমাদের বিশ্বাসের এই শূন্যতাকে তুলে ধরতে চেয়েছেন। দেখিয়েছেন আমাদের বিশ্বাসের মূলে আছে ব্যাপক ভেজাল। এবং আমরা ইসলামের সঠিক বিশ্বাসকে হৃদয়ে ধারণ করিনি।
চিন্তাশীল মানুষের জন্য একটি অসাধারন উপহার। আপনার প্রচলিত ধ্যান-ধারণাকে কষ্টিপাথরে যাচাই করার জন্য এটি এক কথায় অনন্য।
Title | উড়ে যায় শরতের মেঘ |
Author | মুহাম্মদ ফজলুল হক |
Publisher | স্বরবর্ণ |
Edition | 1st Published, 2021 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |