একটি পরিশীলিত ইসলামিক সাহিত্য। লেখক এখানে, কোরআন এবং হাদীসে বর্ণিত বিভিন্ন ঘটনাকে গল্পচ্ছলে তার বইতে এনেছেন। গল্পের শুরু সেই আমাদের আদি পিতা হযরত আদম (আ:) থেকে। তারপর এখানে বিভিন্ন ঘটনা এখানে এসেছে যার প্রতিটিই কোরআন হাদীস থেকে নেয়া।
লেখক একটি জটিল বিষয় কে প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন যা সর্বশ্রেণীর পাঠকের জন্যই বোধগম্য হবে। লেখার ভাষা অত্যন্ত চিত্তাকর্ষক। পাঠকের মনে হবে তিনি যেন ছোটবেলায় ফিরে গেছেন । বস্তুত, সবার কথা চিন্তা করেই এই রচনা। বড়রাতো বটেই, ছোটদেরও নিঃসন্দেহে বইটি ভালো লাগবে যা একই সাথে আনন্দ দানকারী এবং শিক্ষামূলক।