হুযুর (সাঃ) বলেছেন উম্মতের জন্য কষ্ট না হলে তাহাজ্জুদ কে তিনি ওয়াজিব করে যেতেন। আল্লাহতায়ালা শেষ আসমানে এসে প্রতিরাতে ইরশাদ করেন, কে এমন আছে যে অভাবগ্রস্ত, আমি তার অভাব দূর কর্ কে এমন আছে গুনাহকারী, আমি তার গুনাহ মাফ করবো- অর্থাৎ বোঝা গেল তাহাজ্জুদ নামাজ আল্লাহকে প্রাপ্তির এক অমোঘ অস্ত্র।
কিন্তু দুঃখের বিষয় আমরা বেশিরভাগ মানুষই এসময় ঘুমিয়ে কাটিয়ে দিই। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আলাদাভাবে জিজ্ঞাসা করবেন রাতের নামাজিরা কোথায়? তখন খুব কম সংখ্যক মানুষদের এই দলে পাওয়া যাবে কিন্তু তারা হবে সেদিন অত্যন্ত সৌভাগ্যশালী।
মূলত এ সময় নামাজ, দোয়া দরুদ পাঠ নিজের অন্তরকে পরিশুদ্ধ করে। আল্লাহ প্রাপ্তি সহজ হয়। নিজের যাবতীয় দুঃখ কষ্টের কথা আল্লাহকে কাতর কন্ঠে বলা যায় এবং দোয়া কবুল করানো যায়। তাছাড়া গুনাহ মাফের উসিলা হল তাহাজ্জুদ। কিন্তু অলসতার কারনে এবং অনেক ক্ষেত্রে না-জানার দরুন আমরা এই মহা নেয়ামত থেকে নিয়মিত বঞ্চিত হচ্ছি……।
মুসলমান হিসাবে এটা বড়ই দুর্ভাগ্যের কারণ। সমস্ত সাহাবী এবং অলি-আওলিয়া তাহাজ্জুদ নিয়মিত করতেন এমনকি অনেকে এশার ওযু দিয়ে ফজরের জামাত আদায় করতেন। এতে করে বোঝা গেল উনারা এ বিষয়টি প্রতি কতটুকু যত্নশীল !
আমরাও তো মুসলমান তাই না? আমরাও তো জান্নাতে যেতে চাই কিন্তু তার যথাযথ সামান কি সংগ্রহ করছি?
নিজেকে আরেকবার মূল্যায়ন করি। বইটি পড়ি, তাহলে আমরা আমাদের প্রকৃত হাল খুব সম্ভব আরেকটু ভালো করে বুঝতে পারবো ইনশা আল্লাহ।
Title | কিয়ামুল লাইল ওয়াত তাহাজ্জুদ |
Author | ইমাম আবু বকর মুহাম্মাদ আল আজুররি (রহিমাহুল্লাহ) |
Translator | আহমাদ ইউসুফ শরীফ |
Publisher | সীরাত পাবলিকেশন |
ISBN | 9789848041420 |
Edition | 1st Published, 2019 |
Number of Pages | 58 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |