আপনি যদি আপনার চারপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করেন মানব সভ্যতার বাইরে কোন প্রাণী জগৎ আছে কিনা অধিকাংশই ঘাড় নাড়িয়ে না সূচক উত্তর দিবে।
কিন্তু জিন ও শয়তানের জগত সম্পর্কে আমরা কি একদমই ভুলে গেছি!!! মুসলমান হিসেবে অন্তত বিষয়টি খেয়াল রাখা জরুরী ছিল। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু- আল্লাহতাআলা অনেকবার কালামে পাকে এই কথা বলেছেন। সূরা জিন নামক আস্ত একটি সূরা কুরআনে আছে।
কিন্তু আমরা পুরাই বেখবর!!! প্রকাশ্য শত্রুর ব্যাপারে সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ। এখন সিদ্ধান্ত আপনার…
আপনি প্রমাণিত শত্রু সম্পর্কে জানতে অধিকতর আগ্রহী হবেন নাকি বিষয়টা হেঁয়ালি করে এমনিই ছেড়ে দেবেন…