জীবন থেকে নেয়া কিছু কিছু গল্প আছে যা মনের আয়নায় চিরদিনের জন্য আঁচড় কেটে যায়। মোঃ ফজলুল হকের রচিত গ্রন্থ টি মনে হয় সেরকমই। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনানিয়ে তার রচনা খুবই সাধারণ কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে অনন্যসাধারণ শিক্ষা।
ক্ষয়িষ্ণু এ সমাজের প্রভাবের কারণেই মানুষ নানা সময় নিজের লোভ অথবা ক্ষোভ বশবর্তী হয়ে এমন কিছু কিছু ভুল করে ফেলে যার মাশুল তাকে জীবন দিয়ে দিতে হয়। এরকম কিছু ঘটনার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই এ বইটিতে। মূলত ইসলামী অনুশাসন না থাকায় জীবন হয়ে যায় বল্গাহীন হরিণের মতো যেখানে তার হঠাৎ করে পড়ে যেতে হয় যায় বাঘের সামনে। আর বাঘের সামনে পড়লে ফলাফল কি হবে তা সহজেই অনুমেয়।
আমাদের জীবনকে সাজাতে এবং গঠন করতে যে জিনিসকে সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে ধর্মীয় অনুশাসন। ইসলামী আদর্শের পূর্ণ বাস্তবায়ন করতে আমরা বরাবরই নিমরাজি। আমাদের এই নির্বুদ্ধিতার কারনে আজ আমাদেরকে চড়া মাশুল দিতা হচ্ছে। সমাজ হয়েছে ধ্বংস, পড়িবারের কাঠামোগুলো চুরমার হয়ে যাচ্ছে দুর্বার গতিতে। এই বইটি আপনাদের কে নিয়ে যাবে কল্পনার মায়াবী জগতে কিন্তু সেখানে দেখতে পাবেন বাস্তবতার করুণ চাহনি।
Title | দ্বিতীয় মৃত্যুর পর |
Author | মুহাম্মদ ফজলুল হক |
Publisher | স্বরবর্ণ |
ISBN | 9789848012703 |
Edition | 1st Edition, 2021 |
Number of Pages | 96 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |