মুসলমান হিসেবে আমরা কোনটা অনুসরণ করবো? সামাজিকতা নাকি ধর্মীয় অনুশাসন? আমাদের সমাজে যে চলগুলো বা কুসংস্কারগুলো প্রচলিত আছে থাকলে মনে হয় ইসলামী অনুশাসন থেকে সামাজিকতা পালনে আমরা অধিক দায়বদ্ধ।
মনে হয় যতক্ষন না আমরা বিদেশীদের অন্ধভাবে পুরোপুরি অনুসরণ করছি ততক্ষন পর্যন্ত আমাদের জানে পানি আসবেনা। পশ্চিমাদের শেখানো বুলি আর উপমহাদেশীয় হিন্দু সংস্কৃতির প্রভাবে আমাদের ইসলামের যা রীতিনীতি আছে তা দেয়ালের ওপারে ছুড়ে ফেলে দিয়েছি।
যার ফলে বিবাহ শাদি আর সুন্নাহ পালনের উপলক্ষ না হয় বেদাআতের আখড়ায় পরিনত হয়েছে। এই অবস্থা চলতে থাকলে রহমত বরকত শব্দটা পুরোপুরি উঠে তার পরিবর্তে অশ্লীলতা বেহায়াপনায় সয়লাব হয়ে যাবে।
ইতিমধ্যে এদের কুফল আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে থেকেই যদি সাবধান না হই তবে সামনে বিপদ অনিবার্য।
বিবাহ-শাদীর রসমগুলো ইসলামিক তরিকায় করার জন্য বইটি একটি অবশ্য পাঠ্য।
Title | বিবাহ-পাঠ |
Author | ডা. শামসুল আরেফীন |
Publisher | মাকতাবাতুল আসলাফ |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 168 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |