ইসলামের চতুর্থ খলীফা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সম্বন্ধে আমরা কমবেশি সকলেই জানি। কিন্তু আমাদের জানা অনেকটাই ভাসাভাসা। আমরা এতটুকু জানি আলী (রাঃ) খোলাফায়ে রাশেদীনের সর্বশেষ খলিফা। হুজুর (সাঃ) এর জামাতা, শ্রেষ্ঠ বীর এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক। কিন্তু আলী (রাঃ) জীবনীর আরো অনেক দিক সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। কিভাবে তিনি খিলাফতের বিচারকার্য করতেন, তার সামরিক দক্ষতা এবং জ্ঞানের গভীরতা ইত্যাদি বিষয় আমাদের অজানা থেকে গেছে এখনোও। তিনি ছিলেন মারফতের মহা পন্ডিত , সর্বশ্রেষ্ঠ আলিম। হুজুরে আকরাম (সাঃ) বলেছেন, “আমি জ্ঞানের শহর, আলী তার দরজা স্বরূপ”- এ থেকে বোঝা যায় উনার জ্ঞানের গভীরতা কতটুকু ছিল। নিঃসন্দেহে, পাঠক নতুনভাবে আলী (রাঃ) কে আবিষ্কার করবেন অন্যভাবে এই বইটিতে। অনেক অজানা তথ্য নতুন করে জানতে পারবেন। বইটি সংগ্রহে রাখার দাবী রাখে।
Title | খলিফাতুল মুসলিমিন আলী ইবনে আবু তালিব রা. (শেষ খণ্ড) |
Publisher | কালান্তর প্রকাশনী |
Language | বাংলা |