মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চরিত্র মাধুর্য্য কেমন ছিল? তাকে জানার, চেনার এবং বুঝার উপায় কি? এ সম্পর্কে তাঁর জীবনসঙ্গী উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিআল্লাহ তাআ'লা আনহা –এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন,
কুরআনই ছিল তাঁর চরিত্র। -ইমাম বুখারি, আল আদাবুল মুফরাদ, হাদিস: ৩০৮, সুনানে নাসাঈ এবং মুসনাদে হাকিমও তাদের স্ব স্ব গ্রন্থে এই হাদিস বর্ণনা করেছেন
তাঁর তিরোধানের পর পরবর্তী প্রজন্মও সাহাবিদের এমন একটি বিরাট দলের সান্নিধ্য পেয়েছেন, যাঁদের প্রাত্যহিক জীবনের সব ইবাদত ও কাজকর্ম মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম –এর আদর্শ মেনে বাস্তবায়িত হতো। তারপর সময়ের দূরত্ব যত বাড়তে থাকে, মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে জানার কৌতূহল বিশ্ববাসী মানুষের মাঝে ততই বৃদ্ধি পেতে থাকে।
তিনি কেমন ছিলেন—এই প্রশ্নের আধিক্য মহানবীর জীবনকাহিনী রচনার পথ উন্মুক্ত করে দেয়। প্রজন্মান্তরে মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখা ও তাঁকে জানার প্রবল ইচ্ছার কথা কি তিনিও জানতেন? যেমন, তিনি বলেছেন,
‘তোমাদের পরে উম্মতের মধ্যে আমার প্রতি এতটা ভালোবাসাসম্পন্ন লোক আসবে, যারা তাদের সম্পদ-পরিজনের বিনিময়ে হলেও আমাকে দেখতে চাইবে।’ -মুসলিম, সহিহ, হাদিস: ২৮৩২, ইসলামিক ফাউন্ডেশন ৬৮৮২, ইসলামিক সেন্টার ৬৯৩৯, হাদিস একাডেমি নাম্বারঃ ৭০৩৭, আন্তর্জাতিক নাম্বারঃ ২৮৩২