পারিপার্শিকতা, প্রবাহমান ঘটনা, প্রচলিত নানা ধারণা মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আর শিশুরা সাধারণত কৌতুহলি ও অনুকরণ প্রিয় হওয়ার কারণে, তাদের মধ্যে এই প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়। তাই পারিপার্শিকতা ও প্রচলিত ধারণা কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠছে—তার ওপর নির্ভর করছে আজকের শিশুরা কি চিন্তা বা আদর্শ নিয়ে বড় হচ্ছে। সে কি কাল্পনিক চরিত্র স্পাইডারম্যান, সুপারম্যানের অবাস্তব আদর্শ নিয়ে এগিয়ে যাবে নাকি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা অর্থাৎ নাবি ও রাসূলদের আদর্শ ধারণ করবে?
আপনি যদি আপনার সন্তানকে এসকল আবাস্তব ও কাল্পনিক চরিত্রের অনুকরণ থেকে দূরে সরিয়ে—বাস্তব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের অনুকরণে গড়ে তুলতে চান, তাহলে ‘ছোটদের নাবি সিরিজ’ বইটি আপনার সন্তানদের জন্য অত্যন্ত সহায়ক। এই বইয়ে নাবি-রাসূলদের জীবনী ছোটদের উপযোগী করে চমৎকার ভাবে গল্পে গল্পে ফুটে উঠেছে।
এ সিরিজে গল্পে গল্পে ফুটে উঠেছে যেসব নাবির জীবনে--