যেকোন ইবাদত কবুলের পূর্বশর্তই হলো তা দিল থেকে হতে হবে। যে ইবাদতে খুশুখুজু থাকে না অর্থাৎ একাগ্রতা থাকে না তা অর্থহীন এবং আল্লাহর দরবার থেকে ফিরে আসে। তাই দিলটাকে বানাতে হবে। আর এই দিল বা মনকে আল্লাহমুখী করা কঠিনতম কাজ।
আমাদের নফসের বিভিন্ন খাশিয়াত রয়েছে যথা লোভ, হিংসা, সম্পদের প্রতি লিপ্সা, নেতৃত্বের প্রতি দুর্নিবার আকর্ষণ, রাগ প্রভৃতি। এই জিনিসগুলো আমাদের আল্লাহকে পাবার পথে প্রতিবন্ধকতা স্বরূপ।
অন্যদিকে তাকদীরের উপর ভরসা, আল্লাহভীতি, যোহদ তথা দুনিয়াবিমুখতা, অল্পে তুষ্ট হওয়া ইত্যাদি আল্লাহ কে রাজী খুশি করার প্রধানতম নিয়ামক। সমস্যা হচ্ছে আমাদের নফস যখন আমাদের উপর চড়াও হয় তখন আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি এবং নানাবিধ কুকর্মে জড়িয়ে পড়ি।
তাই আমাদের নফস কে নিয়ন্ত্রন করে কলবে আল্লাহকে জারী করতে হবে। কুরিপুকে দমন করে রুহ কে জিন্দা করার পথে অগ্রগামী হতে হবে। আল্লাহ পাকের ইচ্ছা হলে আমরাও পারবো আমাদের পূর্বপুরুষদের মতো কামিয়াব হতে- ইনশা আল্লাহ।
চলুন, তাহলে বিসমিল্লাহ বলে আগে বাড়ি…
Title | সংক্ষিপ্ত মাদারিজুস সালিকীন আল্লাহর পানে যাত্রা |
Author | আল্লামা ইবনুল কাইয়্যিম রহ. |
Translator | মাওলানা নাঈম আবু বকর |
Editor | মুফতি মুহাম্মদ মাহমুদুল হক |
Publisher | ওয়াফি পাবলিকেশন |
Edition | 1st Published, 2020 |
Number of Pages | 208 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |