মানুষের নফসের যত সুখ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দুটি হলো ধন সম্পদের প্রতি লালসা পদমর্যাদার প্রতি তীব্র আসক্তি। এই দুইটির জন্য মানুষ করতে পারে না এমন কোন কাজ নেই। এমনকি অনেক আলেমও পথভ্রষ্ট হয়ে যায় এই দুই পরীক্ষা সামনে এসে।
মানুষের হায়াত সীমিত কিন্তু তার লোভের সীমা পরিসীমা নেই। পৃথিবীতে এসে মানুষ কয়দিন থাকবে জানেনা কিন্তু কামাই করার জন্য সে জীবন যৌবন সব এক করে ফেলে। মজার বিষয়, হচ্ছে মানুষ যাই কামাই করুক না কেন তাকে অবশ্যই হিসাব দিতে হবে। কিন্তু আমার সীমিত হায়াত এই কষ্টার্জিত সম্পদ ভোগ করার সুযোগ দিবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।
তাহলে কিসের জন্যে এই বৃথা পরিশ্রম। সামান্য কয়েক লোকমা খাদ্যই পেট ভরার জন্য যথেষ্ট। অন্যদিকে পদমর্যাদার প্রতি লালসা লুক্কায়িত একটি ব্যাধি যা অন্তরের গহীনে ঘাপটি মেরে বসে থাকে যা সময় পেলে আসল রূপ প্রকাশ করে। পদমর্যাদার লোভে মানুষ সমাজ, রাষ্ট্র, পরিবার সব কিছু ছুড়ে ফেলতে পারে এমনকি দুনিয়ায় ফ্যাসাদ, খুন রাহাজানি হেন কুকর্ম নয় যে যা করতে পিছপা হয় না। পরীক্ষা নিলেই বুঝা যায় মানুষের পদমর্যাদার প্রতি দুর্বলতা আছে কিনা?
লেখক আমাদের নফসের এই দুটি রোগ সম্পর্কে কিতাবটিতে খুবই সুন্দর হবে আলোকপাত করেছেন যেন আমরা থেকে বেঁচে থাকতে পারি। তার মেসেজ পরিষ্কার, আমরা যেন বাস্তববাদী হতে পারি, আখেরাতের প্রস্তুতি নিতে পারি, জাহান্নাম থেকে রেহাই পেতে পারি- তাই লেখকের মূল লক্ষ্য।
নিজের এবং পরিবারের মঙ্গল সাধনের জন্য কিতাবটি পড়া একান্ত জরুরী।
Title | ধনসম্পদ ও পদমর্যাদার লোভ |
Author | শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ , ইমাম ইবনু রজব হাম্মলি রাহ. |
Translator | মাসউদ আলিমী |
Publisher | সীরাত পাবলিকেশন |
Edition | 1st Published, 2021 |
Number of Pages | 120 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |