ইসলামি সভ্যতার ভিত্তি হলো লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, অর্থাৎ জীবনের সবকিছুর হুকুম আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। যেসব হুকুম-আহকাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন।
পক্ষান্তরে পাশ্চাত্য সভ্যতার ভিত্তি হলো, সেক্যুলারিজম, ডেমোক্রেসি, ডারউইনিজম, মেটেরিয়ালিজম ইত্যাদি। তাই ইসলামি সভ্যতার সম্পূর্ণ বিপরীত হলো পাশ্চাত্য সভ্যতা। এদের মধ্যে সমন্বয়ের বা সমঝোতার কোনো উপায় নেই। সুতরাং উভয় সভ্যতার কৃষ্টি-কালচারে বিরাট পার্থক্য থাকাই স্বাভাবিক।
ব্যক্তিগত জীবনে, পারিবারিক কাঠামোতে, নারী ও পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বৈধ ও অবৈধের বিধান সম্পর্কে, আনন্দ-বিনোদন উপভোগের ধরনের ব্যাপারে বিস্তর পার্থক্য রয়েছে। আশা করি এ পার্থক্যগুলোর জট খুলবে এই গ্রন্থের মাধ্যমে। বইটিতে মূলত আলোচনা করা হয়েছে পাশ্চাত্য সভ্যতা-সংস্কৃতি ও ইসলামি সভ্যতা-সংস্কৃতির পরিচয়, পার্থক্য ও অবস্থান নিয়ে।
ইসলামি সভ্যতা ও পাশ্চাত্য সভ্যতা পরস্পর বিপরীতমুখী দুটি বিষয়। পাশ্চাত্য সভ্যতার মূল ভিত্তি হলো সেক্যুলারিজম, গনতন্ত্র, বিবর্তনবাদ, বস্তুবাদ ইত্যাদি । যে সভ্যতা স্রষ্টাহীন, এখানে ধর্মের কোনো জায়গা নেই। এই সভ্যতা প্রধাণত টিকে আছে নেতৃত্ব ও কতৃত্বের উপর ভর করে। এর বিপরীতে রয়েছে মুসলিম সভ্যতা। ইসলামের আবির্ভাবের মধ্য দিয়ে যার উৎপত্তি। ইসলাম এমন এক সমৃদ্ধ সংস্কৃতি ও সমাজব্যবস্থা মানুষকে উপহার দিয়েছে যেখানে জন্ম থেকে মৃত্য পর্যন্ত সকল ক্ষেত্রে করণীয়-বর্জনীয় কর্মসমূহ আলোচিত হয়েছে।
এরপরেও বর্তমান প্রজন্মের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা পাশ্চাত্য সভ্যতার মূল্যবোধ ও সংস্কৃতিকে আকড়ে রাখতে বদ্ধপরিকর। কিন্তু এভাবে তো চলতে পারে না। তাই পাশ্চাত্য সভ্যতার ইতিহাস ও সংস্কৃতির স্বরুপ তুলে ধরার পাশাপাশি গৌরবময় ইসলামি সভ্যতাকে পরিচয় করিয়ে দিতে প্রখ্যাত লেখক মুহাম্মদ আব্দুল্লাহ খান রচনা করেছেন এক ভিন্নধর্মী বই। যার নাম "সভ্যতার এপিঠ ওপিঠ"।
বই | সভ্যতার এপিঠ ওপিঠ |
লেখক | মুহাম্মদ আবদুল্লাহ খান |
প্রকাশনী | মাকতাবাতু ইবরাহীম |
সম্পাদক | সালমান মোহাম্মদ |
সংস্করণ | প্রথম, ২০২১ |
আইএসবিএন | 978-984-34-8101-6 |
কভার | পেপারব্যক |
মোট পৃষ্ঠা | 160 |
ভাষা | বাংলা |