মনের মতো সালাত
খুশুখুযুর সহিত সালাতের মাধ্যমেই একজন মুমিনের সফলতা। সালাতের নিগুঢ় রহস্য, সুগভীর মর্ম, লক্ষ্য-উদ্দেশ্য, রুকুতে নতশির, উদাসীনতার চক্রব্যূহ ভেদ করে সালাতকে কীভাবে প্রাণবন্ত করা যায়, কীভাবে কিরাতে কালামুল্লাহ'র মায়ায় নিজেকে আবিষ্ট করতে হয়, কীভাবে দেহমন একত্রিত করে সিজদায় নিজেকে সঁপে দিতে হয় ইত্যাদি সালাত সম্পর্কিত বিষয় নিয়েই সন্দীপন প্রকাশনীর নতুন উপহার 'মনের মতো সালাত'। 'মনের মতো সালাত' বইটি পাঠকের হৃদয়কে করবে জাগ্রত, মোহাবিষ্ট। অনুপ্রাণিত করবে সেই সালাতের প্রতি যে সালাতে আল্লাহর সঙ্গে নিবিড় আলাপে মেতে ওঠা যায়, মুক্বররবিনদের অন্তর্ভুক্ত হওয়া যায়। অত্যন্ত ঝরঝরে, প্রাঞ্জল অনুবাদ। 'মনের মতো সালাত' বইটির উষসী শব্দভাণ্ডার, মানানসই অলংকরণের দরুন পাঠকের হৃদয় হবে আপ্লূত, বিমোহিত, উপকৃত, সাফল্যমণ্ডিত। এই বইটি অবশ্যই সংগ্রহে রাখব ইন শা আল্লাহ।
মনের মতো সালাত বইয়ের বিবরণী
মনের মতো সালাত বইয়ে...
মনের মতো সালাত বইয়ের বিবরণী
মনের মতো সালাত বইয়ে সালাত সম্পর্কে বলা হয়েছে। সালাত কোনো সাধারণ আয়োজন বা আনুষ্ঠানিকতা নয় যে, দিনের মধ্যে এক বা একাধিক ঘণ্টা তাতে ব্যয় করে দিলেই দায় সেরে গেল। সালাতের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা। বিগলিত অন্তরে সিজদায় লুটিয়ে পড়া।
একটু ভেবে দেখুন তো, ক্ষুদ্র এই জীবনে সালাত নামক রণাঙ্গনে কতশত বার আপনাকে পরাস্ত করেছে বিতাড়িত শয়তান? কতবার সে সালাত থেকে আপনার মনোযোগ সরিয়ে দিগ্বিদিক নিয়ে গেছে? আর নিজের সঙ্গীসাথিদের কাছে নিজের বিজয়ের গল্প শুনিয়ে অট্টহাসিতে ফেটে পড়েছে! কখনো কি নিজেকে এই প্রশ্নগুলো করেছেন
- কতবার সালাত শেষ হয়ে গিয়েছে, অথচ (মন কোথায় ছিল তা) আপনি টেরই পাননি?
- কতবার সালাতে মনোযোগ না থাকাকে আপনি হালকা ভেবে উড়িয়ে দিয়েছেন?
- কতবার এমন হয়েছে যে, সালাত আদায় করাটা খুব কঠিন আর ক্লান্তিকর মনে হয়েছে?
- কতবার আপনি গাফলতির সাথে সালাতে দাঁড়িয়েছেন, আর রাজ্যের আলস্য আর উদাসীনতা দিয়ে নিজেই শয়তানকে স্বাগত জানিয়েছেন?
সালাত ছিল রাসূল সা.-এর চক্ষুর শীতলতা। আপনি কি কখনো সেই স্বাদ আস্বাদন করেছেন? আপনি কি সালাতের হাজার বছর পুরোনো সেই স্বাদ ফিরে পেতে চান, যার মূর্ছনায় হারিয়ে যেতেন আমাদের সালাফগণ।