কেমন ছিল প্রিয়নবীর আলাপচারিতা
প্রকাশনী : মাকতাবাতুল হাসান
খ্যাতির লোভ মানুষকে কত নিকৃষ্ট করতে পারে তার প্রমাণ বর্তমান জামানার কিছু দরবারী আলেম। হাদিস-কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে আগের জমানার সালাফিরা সহী তরিকায় উপর অধিষ্ঠিত ছিলেন না। এর ফলে মানুষদের মনে সন্দেহের দানা বাঁধছে। মানুষ উল্টাপাল্টা কথা শুনে বিভ্রান্ত হয়ে ভুলের পথে ধাবিত হয়ে যাচ্ছে। অতি দ্রুত এই আপদ সমাজ থেকে নির্মূল করতে না পারলে মুমিনদের বুদ্ধিবৃত্তিক পরাজয় ঘটবে তা গ্যারান্টি দিয়ে বলা যায় । সময় থাকতে জ্ঞান আহরণ করতে হবে, হক্কানী আলেমের কাছে বায়াত নিতে হব্ হক এবং বাকি চিনতে হবে। নচেৎ মহাবিপদ।
বর্তমান জমানায় ফেতনা রয়েছে তার মধ্যে মনে হয় সবচেয়ে বে...
বর্তমান জমানায় ফেতনা রয়েছে তার মধ্যে মনে হয় সবচেয়ে বেশি মারাত্মক নব্য গজিয়ে ওঠা কিছু দুনিয়ালোভী আলেমদের চটকদার কথাবার্তা। নানাবিধ উলটপালট কথা বলে আমজনতার মাঝে বিভেদ সৃষ্টির পাশাপাশি এক ভয়ঙ্কর ধূম্রজাল সৃষ্টি করে চলেছেন এইসব মাদখালী আলেম নামধারী শয়তান। তাদের জ্ঞানের স্বল্পতা এবং অনেক ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্র আমাদের সবসময়ই বিভিন্নভাবে দিকভ্রান্ত করে রেখেছে। বর্তমান জমানায় অনেক আলেম আছেন যাদের প্রত্যেকেরই ইলমের কোন ডান বাম নাই কিন্তু তাদের কথাবার্তা দেখলেই মনে হয় পূর্ববর্তী সালাফ আলেমরা যেন তাদের কাছে কিছুই নয় এই কিতাব পড়লে আপনি পূর্ববর্তী আলেমগনের শ্রেষ্ঠত্বের গরিমা বুঝতে পারবেন এবং জানতে পারবেন একজন আলেম হতে গেলে তৎকালীন যুগে কি পরিমান অমানুষিক পরিশ্রম করতে হতো। ধর্মীয় ইলম অনুসন্ধিৎসু পাঠকদের জন্যে একটি হতে পারে চিন্তার দারুণ একটি খোরাক।