আসান ফিকাহ ২য় খন্ড
লেখক : আল্লামা মুহাম্মদ ইউসুফ ইসলাহী
প্রকাশনী : আহসান পাবলিকেশন
খারেজী বা দলত্যাগী সম্প্রদায় আজ নয় সে চৌদ্দশ বছর আগের থেকেই সক্রিয় আছে।
এখনও তাদের ফেতনা সমভাবে বিরাজমান। খিলাফতকে কে টুকরো টুকরো করার পর এখন তাদের টার্গেট মুসলিম উম্মাহ কে শতধা গ্রুপে বিভক্ত করা।
আমাদেরকে অনতিবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে নতুবা মহাবিপদ সামনে।
ইসলামে হুজুর(সাঃ) এর ওফাতের পর থেকেই বিভিন্ন রকম ষড়যন্ত্...
ইসলামে হুজুর(সাঃ) এর ওফাতের পর থেকেই বিভিন্ন রকম ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করে। তারই ধারাবাহিকতায় চারজন প্রধান সাহাবীর শেষ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু ের সময় বাতিল এবং ফেৎনা চরমভাবে মাথাচাড়া দিয়ে ওঠে ।
যার ফলশ্রুতিতে তৈরি হয় খারেজী বা দলত্যাগী একটি সম্প্রদায়ের। ইসলামের ভিতর ফেতনা ছড়াতে তাই এদের জুড়ি মেলা ভার।
তাদের চক্রান্তের ফলশ্রুতিতে শহীদ হন আমাদের আমিরুল মোমেনীন হযরত আলী (রাঃ)। আজও মনে হচ্ছে সক্রিয় আছে তাদের কুটিল ষড়যন্ত্র।
তাই দেরী হবার আগেই সতর্ক হতে হবে মুসলমানদেরকে।এখনই জানতে হবে তাদের সম্বন্ধে।
এর জন্য প্রয়োজন কিতাবটি ভালোভাবে অধ্যয়ন করা এবং নিজেকে আগত বিপদের জন্য প্রস্তুত করা।