আমাদের প্রিয় নবীজীর কলিজার টুকরা দৌহিত্র হযরত হাসান (রাঃ) নাম আমরা সবাই জানি কিন্তু তার জীবন এবং তার কর্ম সম্পর্কে কতটুকু ধারণা রাখি ?
মুসলমান হিসেবে আমাদের জন্য একটি বড়ই দুর্ভাগ্য এবং লজ্জার কারণ। ভাবতে অবাক লাগে এত বড় একজন সাহাবী এবং হুজুরের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ যিনি খিলাফতের একটি গুরুত্বপূর্ণ অংশ দখল করেছেন তার বিষয়ে আমাদের কোনো প্রকার পরিষ্কার ধারণাই নেই।
তার কর্মজীবন এবং খিলফত প্রতিষ্ঠার ব্যাপারে যে আত্নত্যাগ সে সম্পর্কে আমরা অদ্ভুত রকম আধারে আছি। ইসলামকে আল্লাহর যমীনে প্রতিষ্ঠার ব্যাপারে তার আদর্শ আমরা কিছু জানি না।
আমদের কখনও কি বোধোদয় হবে না !!!
জেনে রাখা ভালো যে, হযরত হাসান (রাঃ) এর বংশেই ইমাম মাহদী আসবেন। অতএব বিস্তারিত জানতে বইটির শরণাপন্ন হতেই হবে।
Title | হাতি আর পাখির যুদ্ধ |
Author | মুহাম্মদ শামীমুল বারী |
Publisher | বিন্দু প্রকাশ |
Edition | 1st Published, 2021 |
Country | বাংলাদেশ |
Language | বাংলা |