কোরআন কি নাজিল হয়েছে শুধুমাত্র আলেমদের জন্য? যারা আমজনতা তাদেরকে কি এটি শেখার প্রয়োজন নেই ? নিশ্চয়ই আছে । কোরআন শিক্ষা করা খালি আলেমদেরই দায়িত্ব নয় বরং এটি প্রত্যেকেরই বিশেষত প্রত্যেক মুমিন ব্যক্তির মনে তামান্না থাকা উচিত একে হেফয করার ব্যাপারে। বস্তুতঃ যারা জেনারেল লাইনে পড়েছেন তাদের জন্য কোরআনের হেফয করা যথেষ্ট শ্রমসাধ্য ব্যাপার । এ বিষয়টি সহজভাবে বোঝানো হয়েছে এবং কিছু অতি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা হয়েছে যার মাধ্যমে আপনি তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার ক্ষমতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ।