শিশু-কিশোরদের জন্য রচিত এই বইটি ছোটদের উপযোগী বিজ্ঞান ভিত্তিক সচিত্র রঙিন বই। এ বইয়ে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেয়া বিজ্ঞান ভিত্তিক উপদেশমূলক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনমূলক অনেক বিষয় ফুটে উঠেছে।
জীবনে যারা বিশেষ কিছু হতে চান, এই বইটি তাদের জন্য। বইটির পরতে পরতে রাসূল সা. এর জীবনের এমন সব ঘটনা থাকবে, যেগুলো মানুষকে অনুপ্রেরণা দিবে দারুণভাবে। অবলীলায় তারা তাকে গ্রহণ করবেন অনুকরণীয় আদর্শ হিসেবে।
অনুবাদক: মাসুদ শরীফ
সন্তান প্রতিপালন করা কোন সহজসাধ্য বিষয় নয়। আমরা যে তরীকায় হাল জমানায় সন্তানে শিক্ষা দিচ্ছি সে সুসন্তান হয়ে, প্রকৃত মুমিন হয়ে বড় হবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। সন্তান পালনের নিয়ম নীতির মধ্যে ইসলামী অনুশাসন না থাকলে সে সন্তান ভবিষ্যতে আপনার জন্য মাথাব্যথা কারন হবে। ইসলামী তরিকায় সন্তানকে বড় করলে তাঁর দুনিয়াবী উন্নতির সাথে সাথে আত্নিক উন্নতিও ঘটবে।
তাই সন্তান প্রতিপালনে ইসলামের সাহায্য নিন, নবীজির গাইডলাইন মেনে চলুন ।
প্রিয় নবীজির সিরাতুন্নবী যেন এক মহাকাব্যের মতো… যেন বিশাল এক মহাসমুদ্র! জ্ঞানের এই সমুদ্রে সাঁতার কাটা সহজ নয়, বিশেষত আপনি যদি জেনারেল লাইনের মানুষ হয়ে থাকেন। কিন্তু গল্পচ্ছলে যদি নবীর সীরাতকে আপনার সামনে উপস্থাপন করা হয়, বাচ্চাদের শেখানো হয় তবে কেমন হবে?
লেখকের খুবই ভাল একটি প্রয়াস বলতে হবে যেখানে নবীজি সিরাতুন্নবী গল্পচ্ছলে সর্ব সাধারণের কাছে পরিচিত করার একটি দারুণ চেষ্টা করেছেন, এই জন্য সাধুবাদ তার প্রাপ্য।
আর আমরাও নবীজি (সাঃ) কে আরোও ভালো করে চেনার এবং বোঝার সুযোগ পাবো।